শুভাবরি ওয়েব ডেস্ক, ৩১ মে, কলকাতা : ‘ফিন্যালশিয়াল আর্মি’র পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক মানবিক কার্যক্রম। আজ ব্যাংক অফ বরোদা অফিসার্স অ্যাসোসিয়েশন, কলকাতা রিজিওনাল কমিটির উদ্যোগে গোসাবার বিপ্রদাসপুরের মন্মথনগরে, একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। কলকাতা থেকে ত্রাণ সামগ্রী চাল, ডাল, চিনি, জল, বিস্কুট, তেল, সাবান, আলু এবং মশলা যুক্ত ১০০টি প্যাকেট নিয়ে সেখানে বিতরণ করা হয়।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘এআইবিওসি’ এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস,
‘বিওবিওএ’ এর সহ-সভাপতি শ্রী স্বপন কুমার সাহা এবং ‘বিওবিওএ’ এর পক্ষে পৃথিস দত্ত, কিংসুক সাউ এবং বিবেক দত্ত ।
এই অনুষ্ঠানে খরদহের এক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহান’ও উপস্থিত ছিল ।
‘এআইবিওসি’ এর রাজ্য সম্পাদক সঞ্জয় দাস জানালেন, আমরা এখানে গ্রামবাসীদের সাথে কথা বললাম। তারা সম্পূর্ণরূপে বর্ষার উপর নির্ভরশীল। বর্ষায় এখানকার মাটির স্যালাইনের স্তরটি ধুয়ে ফেলবে। তবেই জমি চাষযোগ্য হবে। তাই আমাদের ছোট্ট সাহায্য ছিল মানুষের আসল প্রয়োজনে। তিনি আরও বলেন, আমরা অফিসারদের পক্ষ থেকে থেকে সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি করে শিবির আয়োজনের পরিকল্পনা করছি ।