ওয়েব ডেস্ক; কলকাতা, 20 ফেব্রুয়ারি: বন্ধন ব্যাঙ্ক তিনটি রাজ্য নতুন ব্রাঞ্চ খুলল। এর মধ্যে কলকাতায় একটি , পাশাপাশি উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি খোলা হয়েছে। কলকাতার নতুন শাখাটি পোদ্দার কোর্ট এলাকায় 43, উইলিয়াম কেরি সরণিতে ।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও, পার্থ প্রতিম সেনগুপ্ত, ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে, কলকাতার এই নতুন ব্রাঞ্চের উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর রাজিন্দর কুমার বাব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করেন।

নতুন এই শাখাগুলি যোগ হওয়ার ফলে, সারা দেশে 6300-র বেশি ব্যাঙ্কিং আউটলেট হলো। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাংকের মোট 1720 টি ব্যাঙ্কিং আউটলেট আছে।

উল্লেখ্য, বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 35টিতেই উপস্থিত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বন্ধন ব্যাঙ্ক 2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে । ব্যাঙ্কের মোট ব্যবসা 17% বেড়ে দাঁড়িয়েছে 2.73 লক্ষ কোটি টাকায়। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ 69%। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সাথে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে।