
শুভাবরি ওয়েবডেস্ক, ১১ নভেম্বর,কলকাতা: আপনার বয়স কি ১৭ থেকে ৪৫ র মধ্যে? আপনার মধ্যে কি আত্মবিশ্বাস আছে জীবনে কিছু করে দেখানোর? তবে আপনার জন্য প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এনে দিচ্ছে বেঙ্গল কুইন – ২ । এই নিয়ে দ্বিতীয়বার এই বেঙ্গল কুইন ট্যালেন্ট প্রতিযোগিতা হচ্ছে ।

আজ এক সাংবাদিক সম্মেলনে সংস্থার ডিরেক্টর মৈনাক ব্যানার্জি জানান , ” কোলকাতা, শিলিগুড়ি, গোহাটিতে আগামী আগামী ১লা ডিসেম্বর থেকে অডিশন শুরু হবে। ফাইনাল হবে এপ্রিল মাসে।” গত বছর বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের আশা এ বছর গত বছরের প্রতিযোগীর সংখ্যাও ছাপিয়ে যাবে। মৈনাক বাবু আরো বলেন, গতবছর বিশেষ আকর্ষণ ছিল, ‘অ্যাসিড আক্রান্ত মহিলারা’ সাধারণ মহিলাদের সাথে একসাথে র্যম্প এ হেঁটেছিলেন। নিজেকে প্রতিষ্ঠিত করার এই সুযোগ মহিলারা যেন না ছাড়েন এই আবেদন করেন মৈনাক ব্যানার্জি। অডিশনে নির্বাচিত মহিলাদের ফাইনালের জন্য গ্রুমিং এবং বিভিন্ন কিছু শেখার ব্যবস্থা করে দেবে “বেঙ্গল কুইন” । আগামী দিনে এই সমস্ত মহিলারা যে নিজ নিজ ক্ষেত্রে সু প্রতিষ্ঠিত হবেন সে বিষয়ে আশাবাদী বেঙ্গল কুইনের কর্তৃপক্ষ।