গত ২৯ শে নভেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের সতর্ক জওয়ানরা সীমান্ত এলাকায় আলাদা আলাদা ঘটনায় ২৫ টি বন্য পাখি (কবুতর) ধরেছে। চোরাকারবারীরা ওই বন্য পাখিগুলো বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।

বিশেষ তথ্য ভিত্তিতে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন ১১২ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি তারালির সমস্ত জোয়ানদের সতর্ক করা হয়েছিল। জওয়ানরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি বাক্স উদ্ধার করে যেখান থেকে ১৩টি বন্য পাখি (কবুতর) উদ্ধার করা হয়।

এছাড়াও সীমান্ত চৌকি দোবিলা, ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জোয়ানরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১২ টি বন্য পাখি (কবুতর) ধরেছে, যা চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল।

উদ্ধারকৃত বন্য পাখিগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।