ডিজিটাল; ২৩ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত ও মালদ্বীপের মধ্যে বিচার বিভাগীয় কাজে সহযোগিতা সম্পর্কিত এক মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। অন্য দেশের সঙ্গে ভারতের বিচার বিভাগীয় সহযোগিতা প্রসার সম্পর্কিত মউ স্বাক্ষরের এটি হল অষ্টম ঘটনা।
ভারত ও মালদ্বীপের সঙ্গে এই মউ স্বাক্ষরের ফলে আইন-আদালতের কাজে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতির প্রসার নিশ্চিত করা যাবে। এছাড়াও, দু’দেশের তথ্যপ্রযুক্তি এবং স্টার্ট-আপ সংস্থাগুলিও এর সুবাদে উপকৃত হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও মালদ্বীপের মধ্যে নিবিড় সম্পর্ক পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারে বিশেষ সহায়তা করেছে। আইন ও বিচার সম্পর্কিত সহযোগিতা চুক্তির মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।