ওয়েব ডেস্ক; ১৮ মার্চ: পশ্চিমবঙ্গে বেকারী শিল্প বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করছে রাজ্যের বিরোধী দলগুলো এমনই অভিযোগ করেন বিধায়ক ইদ্রিস আলী।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বেকারী মালিকদের দি জয়েন্ট এ্যকশেন কমিটির সম্পাদক ইদ্রিস আলী এক সাংবাদিক সম্মেলনে বলেন, “কলকাতার ৪ নং প্রিন্স আনোয়ার শাহ রোডের গ্রেট বেঙ্গল বেকারীর কারখানা /পাউরুটি তৈরি করার কাজ, জোর করে বন্ধ করে দিয়েছে বিরোধীরা এবং বলপূর্বক গেট বন্ধ করে দিয়ে পাউরুটি কারখানার ভিতরে দেওয়াল তুলে দিয়েছে।”

তিনি অভিযোগ করেন, “প্রোমটার রাজ এর সঙ্গে যুক্ত। গ্রেট বেঙ্গল বেকারীর ব্যাপারে বহু বেকারীর মালিক/ পাউরুটি কারখানার মালিকরা আতঙ্কিত। দৃস্কতিদের/প্রমোটাররাজদের ভয়ে কারখানার মালিক, নিজের কারখানায় ঢুকতে পারছে না,প্রানহানির আশঙ্কায়।”

তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কম ওজনে এবং আইনের তোয়াক্কা না করে পাউরুটি বিক্রি করছে।

জয়েন্ট এ্যকশন কমিটির পক্ষ থেকে জানানো হয়, “সদস্য এবং গ্রেট বেঙ্গল বেকারীর মালিক প্রদীপ কুমার সাহাকে উপদেশ দেওয়া হয়,এই পুরো ব্যাপারটা আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজীকে লিখিতভাবে জানাতে। আমরা আশাবাদী এর প্রতিকার হবে।”

জয়েন্ট এ্যকশন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানাজীর কাছে আবেদন প্রদীপ বাবু তাঁর পাউরুটি কারখানা যাতে চালাতে পারেন এবং জীবনের নিরাপত্তার অভাব বোধ না করেন ,তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

প্রদীপ কুমার সাহা বলেন, আমার জীবন বিপন্ন, আমি এখন নিরাপত্তার অভাব বোধ করছি। আমার এই কারখানার সাথে সরাসরি ৪০-৫০ জন কাজে জড়িত, এ অবস্থায় তাদেরও রুটিরুজির সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় পুলিশ স্টেশনে তিনি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু সমস্যা মিটছে না । এমন কথাও বলেন প্রদীপ বাবু।