ওয়েবডেস্ক, ৬ আগস্ট, কলকাতা: করোনার কামড় জোরালো হলেও কিছুটা আশা জাগাচ্ছে রাজ্যে করোনাতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০৬১ জন। নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯৫৪ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৩৮২৯।