দীপাবলি পর্যন্ত বিনামূল্যে রেশন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা ঘোষণা করেন। তিনি বলেন দীপাবলি পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এছাড়া ১৮ বছরের উর্ধ্বে সকল ভারতীয় কে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
গত লকডাউনে প্রায় ছয় মাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবার দ্বিতীয় ঢেউ এর ক্ষেত্রে এই মেয়াদ আরো বাড়ানো হলো।
বাংলায় বিনামূল্যে রেশন দেওয়ার কথা অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই রেশন দেওয়ার ফলে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ বেশ উপকার পাবেন তা মনে করছে বিশেষজ্ঞ মহল।
দ্বিতীয় ঢেউয়ের সময় এপ্রিল ও মে মাসে দেশজুড়ে চিকিৎসার জন্য অক্সিজেন চাহিদা দেখা গিয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় সরকার সেই পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে এ কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তার বক্তৃতায়।
Administrative
Covid Vaccine
Covid19
Health
Kolkata
Lifestyle
People
Public Interest
Services
Westbengal
পশ্চিমবঙ্গ