গার্গী সিনহা

প্রথম পর্বের পর……

পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি

আলিপুরদুয়ার জেলা পূর্ব হিমালয়ের ঠিক পায়ের কাছে সৃষ্টি হয়েছে তরাই সমভূমি, যার পূর্বভাগ অর্থাৎ পশ্চিমে তিস্তা আর পূর্বে সংকোশ নদীর মাঝের অংশ ডুয়ার্স নামে পরিচিত। অসংখ্য ছোট-মাঝারী-বড় ঝোরা ও নদী বিধৌত এই প্রাকৃতিক অঞ্চল বর্ষায় অতি আর্দ্র = আর বাকি সময়ে যথেষ্ট শুষ্ক থাকে। ফলে বছরের বিভিন্ন সময় মাটিতে আর্দ্রতার তারতম্য ঘটে যা এখানে ক্রান্তীয় মৌসুমী অরণ্য বিশেষত আর্দ্র-পর্ণমোচী ও চিরহরিৎ মিশ্র অরণ্যের স্বাভাবিক বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টির অন্যতম প্রধান কারণ। অরণ্যে মূলত শাল (Shorea robustaV- YO SDalbergia sissoo) – শিরীষ (Albizzia procera, A. Julibrissin), শিমূল (Bombax malabaricum), খয়ের (Acacia catechu), ওদলা (Sterculia villosa), তুন (Cadrela toona) ইত্যাদি বহু প্রকার বৃক্ষের পাশাপাশি বেত, বহু প্রজাতির বাঁশ, নানা ধরনের লতা-গুল্ম তথা অরণ্যের নিম্নস্তরে বিভিন্নপ্রকার ঝোপঝাড় (উদাহরণ—দাঁতরাঙা অর্থাৎ Melastoma malabathricum, লণ্ঠন বা রাইমুনিয়া অর্থাৎ Lantana camara ইত্যাদি) যেমন জন্মায়, তেমনি ঝোরা ও নদীতীরে বা অরণ্যের মাঝেমাঝে সাভানা তৃণভূমিতে 13 জলাভূমিগুলিতে বিভিন্নজাতের ঘাস ও ঘাসজাতীয় প্রাকৃতিক উদ্ভিদের (Reeds) স্বাভাবিক অবস্থান লক্ষ্য করা যায়।

ক্রমশ…..