অলক্তিকা চক্রবর্তী

শুধু হাওয়াটুকু ধার করে আমি ওতপ্রোত

বন্ধু হবি, ও নবীন মেঘ বিগলিত

যেদিকই ভাসুক দোলাক মনন ছুঁইয়ে র্যাক

সবটুকু শেষ আমাতেই মেশে নিরুচ্চার

হাত ধুয়ে বসে বেলা অবেলায় সেই রাখাল

ননী দিয়ে মুখে কথা বলে গেছে মুগ্ধ জাল

তোর সাথে আসা বাড়তিটুকুই জাগায় লোভে

বন্দর খুঁজে ফিরে যাব একা, এতো সহজ?