ওয়েব ডেস্ক; কলকাতা, ২৪শে জানুয়ারি: স্কেচার্স মোহনবাগান সুপার জায়ান্টস দলের অধিনায়ক শুভাশিস বোসের সঙ্গে এক এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট ইভেন্টের আয়োজন করেছিল। তিনি ছাড়াও এই ইভেন্টে উপস্থিত ছিলেন আশিস রাই, আশিক কুরুনিয়ান, দীপক ট্যাংরি আর লিস্টন কোলাসো। এই ইভেন্ট আয়োজিত হল কলকাতার সাউথ সিটি মলে। এখানে আদানপ্রদানভিত্তিক স্কেচার্স ফুটবলের অ্যাকটিভেশনও দেওয়া হচ্ছিল, যেখানে ভক্তরা তাঁদের নায়কদের পাশে দাঁড়িয়ে ফুটবলে নিজেদের পারদর্শিতা দেখানোর সারাজীবন মনে রাখার মত সুযোগ পেলেন।
ইভেন্টে মোহনবাগান ক্লাবের ফ্যানদের উপস্থিতি ছিল দেখার মতন। প্রশ্নোত্তর পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট এর অধিনায়ক শুভাশিস জানান, ” ছোটবেলায় যখন আমি খেলা শুরু করি তখনই আমার স্বপ্ন ছিল যে আমি মোহনবাগানের হয়ে খেলব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। আমি নতুন ছোট ছোট খেলোয়াড় যারা খেলা শুরু করেছেন অথবা খেলছেন তাদেরকে আমি বলব যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমরা এগিয়ে চলো।”