শুভাবরি ওয়েডেক্স, ২৩ জানুয়ারী, কলকাতাঃ শুভাবরি ম্যাগাজিনের পক্ষ থেকে আজ কুলপির করঞ্জলিতে নালন্দা (কেজি ও প্রাইমারি) স্কুলের ন’জন কৃতি ছাত্রছাত্রীদের শুভাবরি শুভেচ্ছা সম্মান ২০১৯ তুলে দেওয়া হল যারা জেলা ও রাজ্য স্তরে বৃত্তি পেয়েছেন । এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মন্ডলও সম্মানিত হলেন এই মঞ্চে ।উপস্থিত ছিলেন বিধায়ক যোগরঞ্জন হালদার, ছড়াকার রূপক চট্টরাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি আব্দুল হান্নান , কবি দ্বীপ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ মলয় রায়, তৌহিদ আলি মন্ডল প্রমুখ ।