ওয়েব ডেস্ক; ১৬ অক্টোবর : টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (টিআরএআই) আজ নিম্নলিখিত খসড়া সংশোধনীগুলি প্রকাশ করেছে :
১. খসড়া- ‘দ্য টেলিকমিউনিকেশন টারিফ (৭২তম সংশোধনী) নির্দেশ ২০২৫’
২. খসড়া- ‘দ্য রিপোর্টিং সিস্টেম অন অ্যাকাউন্টিং সেপারেশন (সংশোধনী) বিধি ২০২৫’

এই খসড়া সংশোধনীর মাধ্যমে টিআরএআই ‘দ্য টেলিকমিউনিকেশন টারিফ অর্ডার, ১৯৯৯’ এবং ‘দ্য রিপোর্টিং সিস্টেম অন অ্যাকাউন্টিং সেপারেশন রেগুলেশনস, ২০১৬’-তে চলতি আর্থিক নিরুৎসাহ ভাতার সংস্থানগুলি সংশোধন করার প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবিত সংশোধনীগুলিতে আর্থিক নিরুৎসাহ ভাতা আরোপ করার সংস্থান রাখা হয়েছে।
১. বিধিবদ্ধ সংস্থানের বাধ্যবাধকতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে করা হবে।
২. মোট আর্থিক নিরুৎসাহ ভাতার সর্বোচ্চ সীমা ধার্য করতে আর্থিক নিরুৎসাহ ভাতার পরিমাণে সংস্কার।
৩. আর্থিক নিরুৎসাহ ভাতা দেরিতে দিলে অথবা না দিলে তার ওপর ধার্য সুদ।

খসড়া সংশোধনীগুলি তোলা হয়েছে টিআরএআই-এর ওয়েবসাইট এ। সকল পক্ষকে অনুরোধ করা হচ্ছে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে তাদের লিখিতভাবে মতামত জানানোর জন্য।