ওয়েব ডেস্ক; ২৫ সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের একটি পরিবারের স্বামী-স্ত্রী উভয়েই এইচআইভি সংক্রমিত। নিছক ভুল ধারণার বশবর্তী হয়ে তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির শৌচাগারটি ব্যবহার করতে দিচ্ছেন না। এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল।
পটাশপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খু বিশ্বাস পুরো বিষয়টি জেনে স্বচ্ছ ভারত মিশনের আওতায় ঐ দম্পতির জন্য একটি শৌচাগার নির্মাণ করেন। পোর্টালে এ সংক্রান্ত আবেদন জমা পড়ার ১৫-২০ দিনের মধ্যে শৌচাগারটি নির্মিত হয়। এর ফলে, ঐ দম্পতি তাঁদের জীবনের মৌলিক অধিকার মর্যাদার সঙ্গে আবারও ফিরে পেয়েছেন। এই উদ্যোগের জন্য তাঁরা অত্যন্ত আনন্দিত।
সাধারণ মানুষের মর্যাদা রক্ষায় প্রশাসনিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) – এর দ্বিতীয় পর্যায়ের ড্যাশবোর্ড থেকে জানা যায়, পশ্চিমবঙ্গে বর্তমানে গ্রামাঞ্চলে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত (ওডিএফ+) জেলার সংখ্যা ২২। ঐ ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ওডিএফ+ গ্রাম ১১৩টি এবং ওডিএফ+ আদর্শ গ্রামের সংখ্যা ৬২।