ওয়েব ডেস্ক ; ৩০ সেপ্টেম্বর : ২৪,২৫ এবং ২৬ সেপ্টেম্বর উদযাপিত হলো “নবম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”।
সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে মোট প্রাপ্ত দেশ বিদেশের ১৬১ টি ছবির মধ্যে বাছাই করা ৭০টি ছবি প্রদর্শিত হল।
আমেরিকা, কোরিয়া, ফ্রান্স, কানাডার পাশাপাশি ভারতবর্ষের আসাম, ত্রিপুরা মহারাষ্ট্র, কর্নাটক থেকেও শিল্পী এবং কলাকুশলীরা এই উৎসবে যোগ দেন।
এই উৎসবে অভিনেত্রী মাধবী মুখার্জিকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।
বিচারকদের ছিলেন, অশোক বিশ্বনাথন, শিলা দত্ত, সব্যসাচী বিশ্বাস ও কাজরি মোদক।
ডিরেক্টর শীলা দত্ত তার বক্তব্যে তথ্যচিত্র করার বিষয়ে জোর দেন। স্বদেশী ছবি বর্তমানে কম হচ্ছে। তিনি আরো বলেন , প্রতিষ্ঠিত ডিরেক্টররা যদি তথ্যচিত্র করার দিকে এগোতে থাকেন তাহলে নতুনরা উদ্বুদ্ধ হবেন। এছাড়া অনেক কলাকুশলীরাও কাজ পাবেন।”