ওয়েব ডেস্ক; ১০ ফেব্রুয়ারি : নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ের বিজাপুরে ৩১ জন নকশাল নিহত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ভারতকে নকশালমুক্ত করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর এই সাফল্যকে উল্লেখযোগ্য বলে বর্ণনা করেছেন।

এক্স-এ এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, নিরাপত্তা বাহিনী ভারতকে নকশালমুক্ত করার প্রয়াসে বড়সড় সাফল্য আর্জন করেছে। ৩১ জন নকশাল নিহত হয়েছে এবং অভিযানে বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন যে, আজ মানবতা বিরোধী নকশালবাদকে দূর করতে গিয়ে আমরা দু’জন সাহসী জওয়ানকে হারিয়েছি। দেশ চিরকাল এই নায়কদের কাছে ঋণী হয়ে থাকবে। শ্রী অমিত শাহ শহীদ জওয়ানদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে আমরা নকশালবাদকে দূর করবো। যাতে কোনো নাগরিককে এদের জন্য প্রাণ না হারাতে হয়, তা নিশ্চিত করবো।