ওয়েব ডেস্ক; কলকাতা, ৮ এপ্রিল: ‘ফাস্টেস্ট ইন্ডিয়ান মোটরসাইকেল’ নির্মাতা আলট্রাভায়োলেট কলকাতায় গর্বের সঙ্গে তার অত্যাধুনিক প্রোডাক্ট সম্ভার চালু করার কথা ঘোষণা করল।
তেরোটা শহর জুড়ে জোরালো উপস্থিতির সঙ্গে সঙ্গে এই প্রদর্শনী আলট্রাভায়োলেটের অসাধারণ যাত্রার আরও এক মাইলফলক হয়ে দাঁড়াল এবং সারা ভারতের ক্রেতার প্রতি তার একনিষ্ঠতা তুলে ধরল।
কলকাতার ক্রেতারা এবার আলট্রাভায়োলেটের প্রযুক্তিগতভাবে উন্নত এবং কর্মদক্ষতাভিত্তিক দুই চাকার গাড়ির অভিজ্ঞতা পাবেন। এই গাড়ি বহুকাল ধরে সারা দেশের ক্রেতাদের মুগ্ধ করে রেখেছে। ক্রেতা পরিষেবা আরও উন্নত করার অঙ্গ হিসাবে আলট্রাভায়োলেটও এবছর কলকাতায় তাদের অত্যাধুনিক এক্সপিরিয়েন্স সেন্টার প্রতিষ্ঠা করতে চলেছে। এই 3S এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক মালিকানা পরিষেবা দেবে, যা কলকাতা এবং সংলগ্ন এলাকার ক্রেতাদের জন্য অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে।