শুভাবরি ওয়েব ডেস্ক, ২৫ মার্চ, কলকাতা : আজ নার্সদের সংগঠন “নার্সেস ইউনিটি” কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউ এ প্রশিক্ষণ প্রাপ্ত নার্সদের অবিলম্বে নিয়োগের দাবিতে এবং কর্মক্ষেত্রে নার্সদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে একটি প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শতাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সৌম্যদীপ রায় বলেন, প্রশাসন রোগীদের নকল ওষুধ এবং স্যালাইন ব্যবহার করতে বাধ্য করছে।
রাজ্য সম্পাদক(এমএসসি), বিপ্লব চন্দ বলেন, রোগী ও নার্সের অনুপাত ১:৫০। এভাবে রোগীদের ভালো সেবা প্রদান করা সম্ভব হয় না। তিনি আরো বলেন, হাসপাতালে যখন কোনও রোগী মারা যায়, তখন প্রশাসন সেবা না দেবার জন্য ডাক্তার এবং নার্সদের দোষারোপ করে। তিনি দাবি করেছেন, সরকারি হাসপাতালে ওষুধের মান ভালো নয়, সরকারি হাসপাতালে ভালো মানের ওষুধের সরবরাহও কম।
বিকেলে ৫ সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে একটি ডেপুটেশন জমা দেন।