আগামী শনিবার থেকে কলকাতায় পুরস্বাস্থ্যকেন্দ্রের ১০২ টি কেন্দ্রে কোভিশিল্ডে প্রথম ডোজ দেওয়া শুরু হবে। এমনটাই জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা বিধায়ক অতীন ঘোষ। আগামী শনিবার থেকে কলকাতায় ৪৫ কিংবা তার বেশি বয়স্ক মানুষদের টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। তিনি এই বিষয়ে ভার্চুয়াল বৈঠক করেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এর সঙ্গে। এবার দুপুর একটা পর্যন্ত টিকা দেওয়া হবে দ্বিতীয় ডোজ এবং তারপরে ২ টো থেকে ৪৫ বছর বা তার বেশী বয়সী মানুষদের জন্য প্রথম ডোজ দেওয়া হবে। নাম নথিভুক্ত করার জন্য চালু হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর। নম্বরটি হলো ৮৩৩৫৯৯৯০০০।
এই নাম্বারে নাম নথিভুক্ত করে সঠিক সময় ভ্যাকসিন নিতে আসতে হবে। জানা গেছে কলকাতা পুরসভার কেন্দ্রগুলোতে শুক্রবার থেকে প্রথম ভ্যাকসিন নেওয়ার জন্য এই নম্বরে নাম নথিভুক্ত করা শুরু হবে।
তবে কোভ্যাকসিনের প্রথম ডোজ কবে দেওয়া হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।