শুভাবরি ওয়েবডেস্ক,২৫জুন, কলকাতা: দেশকে জ্ঞানী নেতা উপহার দিতে Indian Institute of Democretic leadership ( IIDL ) ২০১৭ থেকে কাজ শুরু করেছে। প্রথম বছর ১৪ টি রাজ্য থেকে ৩২ জন এবং ২০১৮ সালে ১২ রাজ্য থেকে ২৪ জন সম্মানের সাথে উত্তীর্ন হয়েছেন। আজ এক সাংবাদিক সন্মেলনে সংস্থার ডিরেক্টর জেনারেল রবীন্দ্র সাঠে দাবি করেন, তাদের এক সফল ছাত্র এল. রাজু, যিনি তামিলনাড়ুর পঞ্চায়েৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনি বলেন, ৩য় ব্যাচ শুরু  হবে ১ অগাষ্ট থেকে। সর্বাধিক ৩৫ বছর বয়স এবং স্নাতক নাগরিক এই কোর্সে ভর্তি হতে পারেন। আসন সংখ্যা ৩০ এবং ৯ মাসের এই কোর্সের খরচ তিন লাখ টাকা। পাশাপাশি মেধাবী নাগরিকদের স্কলারশিপও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সমাজসেবী রামভাউ মহালগীর নামাঙ্কিত মুম্বাইয়ের এই ট্রাষ্ট গত ৩৭ বছর ধরে নেতা তৈরি বা leadership management এর কাজ করে চলেছে।