ওয়েবডেস্ক, 4 আগস্ট, কলকাতা: লকডাউন বদলে দিল ওদের চিন্তা ধারাকে। এগারোজনের মধ্যে সিংহভাগই কলেজ পড়ুয়া ।লকডাউনের সময় দরিদ্র মানুষকে কিছুটা সাহায্য করার উদ্দেশ্যে মে মাসে শুরু করেছিল ‘ ক্যালকাটা কেয়ারস ফাউন্ডেশন’ । দক্ষিণ কলকাতার টালীগঞ্জে ৫০টি পরিবারকে লকডাউনের সময় খাবার পৌঁছে দিয়েছিল। সুপার সাইক্লোন আমফানের সময় নিজেরাই টাকা জোগাড় করে তাদের গোটা টিম পৌঁছে গিয়েছিল নিমপীঠ, মধুখালীর মতো জায়গায় যেখানে আমফানের প্রভাব পড়েছিল খুব বেশি।
গত ৩ আগস্ট রাখি পূর্ণিমার দিন এবং শ্রাবণ মাসের শেষ সোমবার তারা উদ্যোগ নিয়েছিল একশোরও বেশি শিশুকে দুধ, বিস্কুট পৌঁছে দেওয়ার।
মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর লেক, গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে এবং বালিগঞ্জ স্টেশনে থাকা দু:স্থ শিশুদের হাতে তুলে দিয়েছিল খাদ্যদ্রব্য।
সামর্থ্য কম হলেও তারা মানুষের জন্য কাজ করতে উদ্যোগী। তারা জানায়, প্রাথমিক ক্ষেত্রে নিজেদের পকেট মানি থেকে এই সমস্ত কাজকর্ম গুলি করলেও তাদের সাধু উদ্যোগ দেখে এগিয়ে আসেন চেনা-শোনা বন্ধুবান্ধব, দাদা-দিদিরাও । তাতে কিছুটা সাহায্যও হয়েছে তাদের। আগামী ১৫ ই আগস্ট প্রায় দেড়শো মানুষের রাতের খাবার হিসেবে ডিম-ভাত খাওয়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
আগামী দিনে আরো মানুষ যাতে তাদের সাথে এগিয়ে আসেন সেই আশা রাখছে ক্যালকাটা কেয়ার ফাউন্ডেশন এর এই সদস্যরা। এই
সংস্থার সদস্যরা হলেন-
অর্পণ চক্রবর্তী, রুপম চ্যাটার্জী, শুভঙ্কর পান্ডা, অভিনীল বোস, শুভঙ্কর দে, শ্রীজিতা মুখার্জী, রোহিত প্রামানিক, সায়ন বোস, সুরঞ্জিত সেনগুপ্ত, লিপি কুন্ডু, তনুকা পাল।