আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত রাজ্যের করোনা বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো। কিন্তু তার মধ্যে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে। প্রথমে এক নির্দেশিকায় বলা হয়েছে সরকারি ইনডোর অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ শতাংশ বসার জায়গা নিয়ে অনুষ্ঠান করা যাবে। নবান্ন তরফ থেকে নতুন আরেকটি নির্দেশিকায় বলা হয়েছে আগস্ট থেকেই ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে রাজ্যে। মানতে হবে কোভিড বিধি । এই নির্দেশিকার ফলে সিনেমা হল গুলির মালিক এবং কর্মী কিছুটা হলেও স্বস্তি তে রয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার পরে রাজ্যে যেভাবে বিধি-নিষেধ চালু করা হয়েছিল তখন রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছিল। বেশ সমস্যায় পড়েছিলেন সিনেমা হল গুলির মালিক ও কর্মচারীরা । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে তাদের চিন্তা কিছুটা হলেও কম হয়েছে। বিভিন্ন জায়গায় ছাড় দিলেও রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোনো সম্পূর্ণ নিষেধ।