দেবাঞ্জন দাস, কলকাতা: রাজ্যের নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন আট দফায় নির্বাচন ঘোষণা করেন । নির্বাচনী প্রক্রিয়াকে ঠিকঠাক রাখতে দিল্লি থেকে উড়ে আসছেন পর্যবেক্ষক দল এবং নির্বাচনকে ঠিক ঠাক পরিচালনার জন্য তাদের জন্য রাখা হচ্ছে হেলিকপ্টার। কমিশন সূত্রে খবর পাশাপাশি থাকছে এয়ার এম্বুলেন্স। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের এই প্রথম প্রতি দফাতেই এয়ার অ্যাম্বুলেন্স এর ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। বিগত দিনে এয়ার এম্বুলেন্স এর ব্যবহার হতো জঙ্গলমহল এবং মাওবাদী প্রভাবিত এলাকার জন্য। মূলতঃ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার হয় নির্বাচনের দিনে কোন ভোট কর্মী/ কেন্দ্রীয় বাহিনী আহত বা অসুস্থ হলে, যেখানে তিনি নিযুক্ত আছেন সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকলে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র নিয়ে গিয়ে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন এর প্রতিটি দফাতেই এয়ার এম্বুলেন্স এর ব্যবহার করার ঘোষণা করা অর্থ কি, নির্বাচন কমিশন হিংসা নিয়ে এখনো চিন্তিত ? তাহলে কি এবারের বিধানসভা নির্বাচনকে হিংসামুক্ত হচ্ছে না ? কিংবা হিংসার পুরনো স্মৃতি কি ফিরে আসবে এই নির্বাচনে? সেটাই আগামীদিনে দেখার ।
সূত্রের খবর, ইতিমধ্যেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে । নির্বাচনকে হিংসামুক্ত রাখার জন্য কমিশন বদ্ধপরিকর। উপরন্তু আজ রাজ্যের এডিজি আইন-শৃঙ্খল জাভেদ শামীমকে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন তার জায়গায় নিয়ে আসলেন আই পি এস জগ মোহনকে।