শুভাবরি ওয়েবডেক্স, ১৬ জানুয়ারী, কলকাতাঃ ২০১৯ এর বড় প্রস্তুতি কলকাতা ময়দানে দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়। যদিও ছোট ছোট প্রস্তুতি অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছিল তৃণমূলের অন্দরমহল। আশা ছিল যে একই মঞ্চে উপস্থিত থাকবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, কিন্তু সেক্ষেত্রে তিনি তার প্রতিনিধিকে পাঠাচ্ছেন। তবে আশার কথা সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদব ছাড়াও থাকছেন অন্যান্য নেতা নেত্রীরা। বড় প্রশ্ন হল এই ১৯ তারিখেই কি বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি হবে এই মঞ্চ থেকে? ইউ পি এ ১ ইউ পি এ ২ র মত কি আবার কোন ফ্রন্ট তৈরি হবে যা বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সুচনা করবে। এখন কি হয় তারই অপেক্ষায় রাজনৈতিক মহল।
ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। ব্রিগেডে ৫টি মঞ্চ তৈরি করা হচ্ছে। সবার মাঝে থাকছে মূল মঞ্চটি। দৈর্ঘ্যে ১০০ ফুট, প্রস্থে ৪৪ ফুট এবং উচ্চতা ১২ ফুট। এই মঞ্চে ওঠার জন্য থাকবে দু’টি সিঁড়ি। মূল মঞ্চের পিছনে থাকবে ভারতের ম্যাপ। পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মূল মঞ্চে থাকবেন তৃণমূলনেত্রী এবং জাতীয় স্তরের আমন্ত্রিত নেতারা। মূল মঞ্চের দু’দিকে দু’টি করে মোট চারটি মঞ্চ থাকবে।