সাইবার নিরাপত্তায় ইনফসেক ফাউন্ডেশন
ইনফসেক ফাউন্ডেশন “সাইবার নিরাপত্তা আর আপনার ভবিষ্যৎ” এই শীর্ষক নিয়ে তৃতীয় আন্তর্জাতিক ইনফসেক সন্মেলনের আয়োজন করেছে কলকাতার পার্ক হোটেল এ। আগামী ১৬ নভেম্বর এই সন্মেলনে দেশ বিদেশের সাইবার বিশেষকজ্ঞরা। আজ কলকাতা প্রেস ক্লাব একথা জানান সংস্থার অন্যতম করনধার শান্তনু মুখার্জি, নিরুপম চৌধুরী, কলকাতা পুলিশ এর সাইবার ক্রাইম বিভাগের ওসি সান্তনু চাটার্জী প্রমুখ। ১৬ নভেম্বর এর সন্মেলনে সাইবার সাহায্যে জন্যে এক টি বিশেষ Apps ও উদ্বোধনও করা হবে বলে জানান শান্তুনু মুখার্জী। তার দাবি, এই সন্মেলনে সাধারন মানুষ উপকৃত হবেন।