এই ছোট্ট শিশুটি হয়তো শুধু নাম শুনেছে মহামতি লেনিনের । তাঁর বিষয়ে বিন্দুমাত্র জানেনা সে , জানেনা বিপ্লবের সংগা । তার হাতেই সেই মহান নায়কের ছবি, মহান নভেম্বর বিপ্লবের দিনে ।
তাহলে বিপ্লব কোন দিকে এগোবে আগামী দিনে ??
আজ ধর্মতলায় মিছিল বের করে SUCI .
ছবি তুলেছেন দেবাঞ্জন দাস।