শুভাবরি ওয়েবডেস্ক,26অক্টোবর,কলকাতা,বৈশালী দে: ধনতেরাস উপলক্ষে গতকাল খুব বেশি সতেজ ছিলোনা ধর্মতলার সোনার গহনার বাজার।আর্থিক মন্দার জেরে সারাবছর বিক্রিবাটা ছিল বেশ কম। তাই ধনতেরেসা উৎসবের দিকে মুখিয়ে ছিলেন গহনা ব্যাবসায়ীরা। কিন্তু, আসা স্বরূপ ফল পাননি তারা।

গহনা ব্যাবসায়ীদের মতে, সোনার দাম যেভাবে বেড়েছে তাতে হালকা সোনার গহনাই ছিল ক্রেতাদের প্রথম পছন্দ। তাছাড়া অন্যান্য বছরের তুলনায় তাদের বিক্রিবাটা খুববেশি ভালো হয়নি বলেই তাদের একাংশের মত।

এক গহনা ব্যাবসায়ী সমান্নাথ(Samannath)পালের মতে-“সোনার দাম বেড়ে যাওয়া ছাড়াও নগদ অর্থের অভাবেও ক্রেতাদের কেনাকাটার পরিমান অনেকটা কমে গেছে।”