রেল কর্তৃপক্ষ জানিয়েছে কলকাতায় যাত্রী সংরক্ষণ ব্যবস্থাপনার (পিআরএস) ডাটা সেন্টার আগামী ২৩ অক্টোবর, শনিবার, রাত ১১.৪৫ মিনিট থেকে ২৪ অক্টোবর রবিবার ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে। এর জেরে দেশের পূর্ব অংশে, অর্থাৎ পূর্বরেল, দক্ষিণ-পূর্ব রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, উত্তরপূর্ব সীমান্ত রেল এবং পূর্বমধ্য রেলে ইন্টারনেট বুকিং, অনুসন্ধান ও অন্যান্য সহযোগী পরিষেবা পাওয়া যাবেনা।