শুধুমাত্র শিক্ষাদানের নিজেদের আবদ্ধ করে রাখে নি। সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে ওরা। ধীরে ধীরে পার করলো ১০ বছর। আর এই ১০ বছর পূর্তিতে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিক্ষা এবং তার সাথে পরিবেশকে উপহার দিল অনেক কিছু।
দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার দশটি জায়গায় তারা সব মিলিয়ে ১০ হাজার গাছ বিনামূল্যে বিতরণ করবে বলে জানিয়েছে তারা । কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কলেজের পক্ষ থেকে সেখানকার সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে অথবা প্রতিমাসে ইন্টারনেট রিচার্জ করে দেওয়া হবে যার ফলে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে কোন রকম ভাবেই অসুবিধে না হয় । এছাড়া আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য দশটি ল্যাপটপ বিতরণ করবে কলেজ। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্তের স্টুডেন্টদের জন্য ডোর টু ডোর লাইব্রেরী পরিষেবা চালু করতে চলেছে গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। কর্তৃপক্ষের বক্তব্য শিক্ষার প্রসারের জন্য সবরকম সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।
গাছ বিতরণ এর মাধ্যমে আজ গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি তে এই পরিষেবার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি, চেয়ারম্যান ডক্টর জি এল দত্ত, জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরঞ্জিত সিং প্রমূখ।


অনুষ্ঠানে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখন মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন রাজ্যের শিক্ষার প্রসার খুব দরকার তাই বিভিন্ন জায়গায় কলেজ ইউনিভার্সিটি স্থাপন করার উদ্যোগী হন। শিক্ষার বিকল্প হয় না । প্রত্যেক মানুষের জীবনে ঘুরে দাঁড়ানোর একটি সময় থাকে সেই সময়কে কাজে লাগাতে হবে। তিনি রাজ্য সরকারের সদ্য প্রকাশিত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে কথা বলেন এবং কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষে তাদের অভিনন্দন জানান এবং আগামী দিনে কলেজের যাতে আরো শ্রীবৃদ্ধি হয় তাও বলেন বিমান বন্দোপাধ্যায় ।