ইমদাদুল হক

ফেলে যাওয়া রুমালখানি পর্ব ১৬

১৬ তম পর্বের পর

ধীরে ধীরে বড় হচ্ছি। যৌবনে সবাই একটু সুন্দরী হয়। তেমন হয়েছি ক্লাস এইট পর্যন্ত পড়ে বাড়িতে বসে আছি। স্বাভাবিক কারণেই বিয়ের চেষ্টা চলছে। এই ধরনের পরিবারের যুবতী মেয়ে, যত দ্রুত সম্ভব বিয়ে তাকে দিতে হবে। কিন্তু আমার মন জুড়ে রাজকুমার, শরীর জুড়ে রাজকুমার। বুকে লুকিয়ে রেখেছি তাঁর সেই রুমাল। অন্যকোনও পুরুষের কথা আমি ভাবতে পারি না। বিয়ের কথা উঠলেই বলি, বিয়ে করবো না। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনরা অবাক। বিয়ে করবি না মানে? বিয়ে না করলে জীবন কাটবে কেমন করে? খাওয়াবে পরাবে কে?

আমার ওই এক কথা। বিয়ে করবো না। গৃহস্থবাড়িতে ঝিয়ের কাজ করে খাবো। না হয় না খেয়ে থাকবো।

সবাই হতবাক। এ কেমন কথা? গৃহস্থবাড়ির মেয়ে বিয়ে না করে জীবন কাটায় কেমন করে? তারপর শুরু হলো সন্দেহ। আমি কাউকে পছন্দ করি কিনা, প্রেম পিরীতি হয়েছে কিনা ইত্যাদি। কিন্তু যাঁর সঙ্গে প্রেম হয়েছে, যাঁকে মন দিয়ে ফেলেছি, শরীরে জড়িয়ে রেখেছি যাঁর গায়ের গন্ধ তাঁর কথা তো কাউকে বলতে পারবো না। বললে ভাববে এই মেয়ে পাগল হয়ে গেছে। এই মেয়ের মাথা খারাপ।

ক্রমশ……