ওয়েব ডেস্ক ; ১৫ এপ্রিল : মাদক চোরাচালান প্রতিরোধে বড়সড় সাফল্য পেল ইন্ডিয়ান কোস্ট গার্ড (আইসিজি)। ১২-১৩ এপ্রিল, ২০২৫-এ গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)-এর সঙ্গে রাতভর যৌথ অভিযান চালিয়ে প্রায় ১,৮০০ কোটি টাকা দামের ৩০০ কেজির বেশি মাদক (মেথামফেটামাইন) বাজেয়াপ্ত করেছে। গুজরাট এটিএস-এর কাছ থেকে খবর পেয়ে উত্তর মহারাষ্ট্র/দক্ষিণ গুজরাট এলাকায় মোতায়েন উপকূলরক্ষী বাহিনী (পশ্চিম)-এরএকটি আইসিজি জাহাজ ইন্টারন্যাশনাল মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এর কাছাকাছি একটি চোরাচালানকারী জাহাজকে আটকায়। আইসিজি জাহাজকে এগিয়ে আসতে দেখে সন্দেহভাজন নৌকাটি মাদক দ্রব্য জলে ফেলে আইএমবিএল-এর দিকে পালিয়ে যেতে থাকে। তবে সতর্ক আইসিজি জাহাজটি সঙ্গে সঙ্গে জলে নৌকো নামিয়ে দেয় ডুবে যাওয়া মাদক উদ্ধারের জন্য এবং চোরাচালানকারী নৌকোটিকে তাড়া করে।
আইএমবিএল খুব কাছাকাছি থাকায় এবং আইসিজি জাহাজটির সঙ্গে কিছুটা দূরত্ব থাকায় চোরাচালানকারী নৌকাটি খুব কম সময়ে আইএমবিএল পেরিয়ে যায়। এর পর আইসিজি জাহাজটি আর তাড়া করতে পারেনি, বরং একটি নৌকোর সাহায্যে ওই রাতেই ভালোভাবে তল্লাশি চালিয়ে জলে ফেলা মাদকের অনেকটাই উদ্ধার করে।
উদ্ধার হওয়া মাদক পোরবন্দরে আনা হয়েছে আরও বিশদে তদন্তের জন্য। আইসিজি এবং গুজরাট এটিএস-এর যৌথ অভিযানে সাম্প্রতিক বছরগুলিতে এরকম ১৩টি সাফল্য এসেছে, যা জাতীয় লক্ষ্য পূরণে সমন্বয়ের পরিচায়ক।