ওয়েব ডেস্ক; ১৮ এপ্রিল : মেঘালয় সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর পূর্ব খাশি জেলায় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্মের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন। এইসব প্রকল্পের সঙ্গে যুক্ত নানান পক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী মাওরো-তে শক্তি সদন পরিদর্শন করেন। এখানে ১৮-৫০ বছর বয়সী ১৮ জন আবাসিক বিভিন্ন বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ নিচ্ছেন। মাকাসিয়াং-এ শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে গিয়ে কচিকাঁচাদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি, কথা বলেন সেখানকার কর্মীদের সঙ্গে। মাওয়াসমাই-তে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে গিয়ে সমন্বিত শিশু বিকাশ পরিষেবা কর্মসূচির কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সোহরাতে কমিউনিটি হেল্থ সেন্টারও পরিদর্শন করেন তিনি। প্রান্তিক অঞ্চলে শিশু ও মহিলাদের স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা তুলে ধরেন সাবিত্রী ঠাকুর। এছাড়াও তিনি কথা বলেন, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর গ্রাহকদের সঙ্গে।
সফরের শেষে তিনি এইসব প্রকল্পের রূপায়ণে জেলা ও স্থানীয় প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেন।