
শুভাবরি ওয়েবডেস্ক, ২১ ডিসেম্বর, কলকাতাঃ “রক্তদান জীবনদান” ——— এই কথাকে পাথেয় করে আজ রক্তদান শিবিরের আয়োজন করে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক পুলিশ স্টেশন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত ও যুব কল্যাণ, ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, কন্ঠশিল্পী অজয় চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক, টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতির প্রধান ড. অরুণজ্যোতি ভিক্ষু, ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মন্ডল, ১১নং বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী , ৯৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি, ১১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায় প্রমুখ।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবির শুরু হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “সমাজের কাছ থেকে প্রতিনিয়ত আমরা অনেক জিনিস নিচ্ছি আমাদের প্রয়োজনে, কিন্তু সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য এই রক্তদান হচ্ছে অন্যতম। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অন্যতম মাধ্যম এই রক্তদান। আজ এই রক্তদান শিবিরে বহু মানুষ আজ রক্তদান করছেন। প্রশাসন ও পুলিশ যে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে তা বর্তমান সময় বুঝিয়ে দেয়”।

কলকাতা পুলিশের বিভিন্ন উদ্যোগকে মন্ত্রী অরূপ বিশ্বাস সাধুবাদ জানান ।


উপস্থিত সকল অতিথিবর্গের মুখে রক্তদানের প্রয়োজনীয়তা এবং তার প্রাসঙ্গিকতা, তার সাথে সম্প্রীতির ও বন্ধুত্বের বার্তা শোনা যায়। এখানে ৬০ জনের অধিক রক্তদাতা রক্ত দান করলেন। টালিগঞ্জ মুর এভিনিউ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে অনেক সন্ন্যাসীরা রক্ত দান করেন। রিজেন্ট পার্ক থানার পক্ষ থেকেও অনেকে রক্ত দান করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি সাউথ সুদীপ সরকার, রিজেন্ট পার্ক থানার ওসি মৃণাল কান্তি মুখার্জি, অ্যাডিশনাল লোকনাথ অধিকারী প্রমুখ।

মৃণাল বাবু জানান, “ এলাকার বহু ক্লাবের সদস্যরা আজ এখানে রক্ত দান করেছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করার উৎসাহ ছিল দেখার মতন” । মৃণাল বাবু স্থানীয় বাসিন্দা যারা রক্ত দিয়েছেন এবং ক্লাবগুলোকে অসংখ্য ধন্যবাদ জানান । এই রক্তদানে মানুষ মানুষের মধ্যে সম্পর্ক যে আরো দৃঢ় হবে সেই বিষয়ে তিনি আশাবাদী।