ওয়েব ডেস্ক; ১৬ এপ্রিল : বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে ব্যবসা বাড়িয়ে চলা এনার্জি ড্রিঙ্কের অন্যতম ব্র্যান্ড হেল এনার্জি ড্রিঙ্ক তাদের বিশাল মাত্রার ও আকর্ষণীয় বৈশ্বিক উপভোক্তা প্রতিযোগিতার সূচনা করল ভারতে। আন্তর্জাতিক বাজারগুলোতে ব্যাপক সাফল্য পাওয়ার পর হেল এনার্জি ড্রিঙ্ক এবার ভারতের উপভোক্তাদেরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রোজ ও সপ্তাহে একবার 10,000-এর বেশি পুরস্কার জেতার সুযোগ পাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। সেই সঙ্গে, অংশগ্রহণকারীরা নিজে-নিজেই গ্র্যান্ড প্রাইজ-এর জন্য হওয়া খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে ফেলবেন।
বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে আইফোন জেতার সুযোগ থাকছেই। সেই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা তথা হেল এনার্জি ড্রিঙ্কের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার মিকেলে মোরোনের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যাবে। এই প্রচার একটা হেল রাইড (রোমাঞ্চকর অভিযান)-এর প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা জিততে পারেন:
গ্র্যান্ড প্রাইজ: একটি ব্র্যান্ড-নিউ বিলাসবহুল গাড়ি
সাপ্তাহিক পুরস্কার: আইফোন 16, কেবিন ট্রলি ব্যাগ, 1.2 লিটার স্টাইলিশ কুল ক্যাপ এবং কয়েক জন ভাগ্যবান বিজয়ী মুম্বইতে মিকেলে মোরোনের সঙ্গে একান্ত নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ পাবেন
দৈনিক পুরস্কার: ডিজাইনার ব্যাক-প্যাক ও স্টাইলিশ স্নিকার্স
7 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত সমগ্র দেশের উপভোক্তারা যে কোনও হেল এনার্জি ড্রিঙ্ক প্রোমোশনাল ক্যান- হেল ক্লাসিক, হেল ওয়াটারমেলন ও হেল অ্যাপল কিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রোমোশনাল ক্যানগুলোতে মিকেলে মোরোনের আইকনিক ট্যাটুগুলো আছে। যেমন, পৌরাণিক ফিনিক্স, জোড়া তরবারি ইত্যাদি। অংশগ্রহণ করা খুবই সহজ:
প্রোমোশনাল হেল এনার্জি ড্রিঙ্ক ক্যান কিনতে হবে
winwithhell ডট in-এ রেজিস্টার করতে হবে
ট্যাবের নীচে যে ইউনিক কোড দেখা যাবে তা আপলোড করতে হবে
আপনার পুরস্কার হাতে পাওয়ার জন্য ট্যাব সঙ্গে রাখতে হবে – মনে রাখবেন আপনি জিততে পারেন গ্র্যান্ড প্রাইজ – বিলাসবহুল গাড়ি!
ছোট্ট অ্যালুমিনিয়াম ট্যাবটি শুধুমাত্র ক্যান ওপেনার নয়। এটা হল আপনার বড় বড় পুরস্কার জেতার টিকিট। তাই, ট্যাবগুলোকে সঙ্গে রাখুন!