শুভাবরি ওয়েবডেস্ক, ২৬জুন, দেবাঞ্জন দাস,কলকাতাঃ লাক্ষা চাষকে জনপ্রিয় এবং পিছিয়ে পরা মানুষদের জীবিকার মূল স্রোতে ফিরিয়ে দিতে এগিয়ে এলেন তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র । নেপথ্যে সংস্থার সম্পাদক সৌমেন কোলে।
সহজ প্রাপ্য কুসুমগাছ, কুলগাছকে নিয়ে তাতে লাক্ষা চাষের অভিনব পদ্ধতি যে অন্য কোন
সংস্থা নেয়নি সেটা দাবী করেন সম্পাদক। বর্তমানে ১৮ টি জেলায় ২০৪ টি ব্লকের ৬৫০০ কর্মীরা এই পেশায় নিযুক্ত থেকে কাজ করছেন।
এই অভিনব প্রয়াসের কথা নিজে মুখে জানালেন সংস্থার সম্পাদক সৌমেন বাবু-