শুভাবরিঃ বিগত দশটি পর্যায়ে ধারাবাহিক ভাবে আমরা আপনাদের জানিয়েছি লোকসভা নির্বাচন ২০১৯ এর সাত দফাতে কোথায় কোথায় ভোট হয়েছে, প্রার্থীদের সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য ইত্যাদি। এই তথ্য গুলো ছিল ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ এবং এ ডি আর এর যৌথ প্রচেষ্টার ফল।

গত ২৩ মে দেশ জুড়ে ৫৪২ টি লোকসভার ফলাফল বেড়িয়েছে । সেই ফলাফল, তৎসহ অনেক অজানা তথ্য জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ এবং এ ডি আর।
পশ্চিমবঙ্গের ৪২ টি আসন নিয়ে পর্যালোচনায় দলগত ভাবে বিজয়ীদের চিত্রতে দেখা যাচ্ছে :
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২২ টি আসন পেয়েছে, বিজেপি ১৮ টি আসন পেয়েছে এবং জাতীয় কংগ্রেস ২ টি আসন।

~ ফৌজদারি মামলায় ৪২ টি আসনের জয়ী প্রার্থীদের মধ্যে ২৩ জন (৫৫%) প্রার্থীদের বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা চলছে । এর মধ্যে ১৬ জন (৩৮%) এর বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে।
~ ৩১(৭৪%) জন প্রার্থী কোটিপতি।
~ সমস্ত নির্বাচিত প্রার্থীরা তাঁদের প্যান কার্ডের তথ্য দিয়েছেন ।
~ ৪০ জন তাঁদের আয়কর রিটার্নের তথ্য জমা দিয়েছেন।
~ বিজয়ীদের মধ্যে ক্লাস ৮-১২ পাশ ১০ (২৪%) জন, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছেন ৩১(৭৪%) জন এবং ১ জন রয়েছেন ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থী।
~ ২৫ থেকে ৫০ বছর বয়সের রয়েছেন ১৮ (৪৩%) জন , ৫১ থেকে ৮০ বছর বয়সের রয়েছেন ২৪ (৫৭%) জন।
~ ৪২ জন বিজয়ী প্রার্থীদের মধ্যে ১১(২৬%) জন মহিলা রয়েছেন।