ছবি প্রতীকী

শুভাবরি- ধাপে ধাপে আমরা সপ্তদশ লোকসভা নির্বাচনের অনেক অজানা তথ্য পাঠকদের সামনে উপস্থিত করলাম। অবশ্য এই সমস্ত তথ্য সরবরাহের মূল কারিগর ADR এবং West Bengal Election Watch।

এই পর্বে থাকছে আরও অনেক অজানা তথ্য :

পশ্চিমবঙ্গের ৪৬% ভোটার মনে করেন যে রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে কে আসীন এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার ৩১% ভোটার মনে করেন প্রার্থী কোন রাজনৈতিক দলের সদস্য সেটাই আসল। অন্যদিকে ১৭% ভোটার মনে করেন প্রার্থীর নিজের গ্রহনযোগ্যতাকে ।

মাত্র ১৯% ভোটার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে উপহারকে নির্ণায়ক বলে মনে করেন । পশ্চিমবঙ্গে ৮৪% ভোটার প্রার্থী নির্ণয়ের ক্ষেত্রে নিজেদের মতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। ৬% স্বামী/স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন এবং ৬% পরিবারের অন্যান্য সদস্যের মতকে গুরুত্ব দিয়ে থাকেন।

যদিও ৬৭% ভোটার মনে করেন নির্বাচনে যে কোন উপহার বিতরণ অবৈধ। ৯৮% ভোটার মনে করেন অপরাধিক মামলায় জড়িত প্রার্থীদের সংসদ / বিধানসভায় থাকা উচিৎ নয়।

তবে এই West Bengal Survey Report 2018এ নারীর ক্ষমতায়ন এবং তার নিরাপত্তা, গাহস্থ্য বিদ্যুতায়নের সরকারি উদ্যোগ ভোটারদের যথেষ্ট ভালো লেগেছে। যদিও কিছু ক্ষেত্রে ভোটারদের দাবী পূরণও হয়নি।

আগামী পর্বে থাকছে ১৮ এপ্রিল যে সমস্ত কেন্দ্রে ভোট হচ্ছে তার তথ্য । সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের ওয়েবে চোখ রাখুন।