ওয়েব ডেস্ক; ২৭ মে: ২৫ মে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের কর্মীরা যাত্রী টার্মিনালে ১ টি সোনার বিস্কুট সহ একজন বাংলাদেশী যাত্রীকে আটক করেছে। জব্দ করা সোনার বিস্কুটের ওজন ১১৬.৬৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ৭,১২,৬৭০/- টাকা। ওই যাত্রী বাংলাদেশ থেকে ভারতে এই সোনা আনার চেষ্টা করছিল ।

উল্লেখ্য যে কর্তব্যরত জওয়ানরা সন্দেহভাজন এক বাংলাদেশী যাত্রীকে তল্লাশি করার জন্য থামায়। যাত্রীর তল্লাশির সময় জওয়ানরা হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) থেকে বিপ শব্দ শুনতে পান। এরপর ওই যাত্রীর স্যান্ডেল থেকে একটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে জওয়ানরা। আরও জিজ্ঞাসাবাদের জন্য ওই যাত্রীকে সীমান্ত চৌকিতে নিয়ে আসে। ধৃত পাচারকারীর পরিচয় মো. মাহমুদুনবী শেখ (৫২), জেলা সিরাজগঞ্জ, বাংলাদেশ বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানায়, সে যখন উন্নত চিকিৎসার জন্য ভারতে আসছিল, তখন এই সোনা তাকে আলম, জেলা ঢাকা, বাংলাদেশ দিয়েছিল। সে আরও জানায়, ভারতে আসার পর কলকাতার বড় বাজারে এক অজ্ঞাত ব্যক্তির কাছে এই সোনা তুলে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য সে পাঁচ হাজার টাকা পেত।

আটক যাত্রী পাচারকারীকে জব্দ করা সোনা সহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টম হাউস কলকাতার পিএন্ডআই শাখায় হস্তান্তর করা হয়েছে।